Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভিশন ও মিশন

 ভিশন :  ভিশন মূলত একটি সরকারি অফিসের ভবিষ্যৎ আদর্শ অবস্থা ( idealized state) নির্দেশ করে।  ভিশন সাধারণত ৫-১০ বছর মেয়াদের জন্য নির্ধারণ করা হয় । ফলে অফিসের কাঠামোগত পরিবর্তন বা কাজের ধরন ব্যাপক পরিবর্তন ব্যতীত ভিশন বছর বছর পরিবর্তিত হবে না। একটি ভাল ভিশন সহজে পাঠযোগ্য ও বোধগম্য হবে। এটি কল্পনায় ধারণ করার মত সংক্ষিপ্ত ও জোরালো হবে যা গন্তব্য নির্দেশ করবে, কিন্তু এটি গন্তব্যে পৌছানোর পথনকশা  নয়। ভিশন সরকারি কর্মচারীদের উদ্বুদ্ধ এবং উজ্জীবিত করবে, যা একইসঙ্গে অর্জনযোগ্য এবং চ্যালেঞ্জিং হবে। 


মিশন :  একটি সরকারি দপ্তর তার নির্দিষ্ট  ভিশনটি কী ভাবে অর্জন করবে মিশন মূলত: তাই নিদের্শ করে। মিশন নির্ধারণের ক্ষেত্রে নিম্নবর্ণিত বিষয়সমূহ বিবেচনায় রাখতে হবে :

    একটি দপ্তর একটি নির্দিষ্ট সময়ে, 

           * কী অর্জন করতে চায়;

           * কীভাবে অর্জন করতে চায়; এবং

           * কার জন্য অর্জন করতে চায় অর্থাৎ এর সম্ভাব্য উপকারভোগী কারা।

 মিশন অব্যশই ভিশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।